ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নের বিয়ে অনন্ত-রাধিকা’র

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের নামীদামী ব্যক্তিত্বদের উপস্থিতিতেই অনন্ত আম্বানির সাথে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। শুক্রবার ( ১২ জুলাই) সাতপাকে বাঁধা পড়েন তারা।

বিয়ের অনুষ্ঠানের অতিথির তালিকায়ও ছিলো মহাচমক। এই রাজকীয় বিয়ের সাক্ষী যে এর আগে গোটা ভারত থাকেনি, তা নি:সন্দেহে বলা যায়।

গোটা বলিউড ছাড়াও পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হয় বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। নিয়ম-নীতি মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করেন।

আম্বানি পরিবার সেজেছিলো বিয়ের থিমের সাথে মিলিয়ে গোলাপি পোশাকে। অতিথি আপ্যায়ণেও ছিলো বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, লস্যি, মিষ্টি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিলো। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে ছিলেন নীতা আম্বানি।

গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ে নিয়ে প্রস্তুতি চলছিলো। কখনো দেশে কখনো বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বপ্নের বিয়ে অনন্ত-রাধিকা’র

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের নামীদামী ব্যক্তিত্বদের উপস্থিতিতেই অনন্ত আম্বানির সাথে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। শুক্রবার ( ১২ জুলাই) সাতপাকে বাঁধা পড়েন তারা।

বিয়ের অনুষ্ঠানের অতিথির তালিকায়ও ছিলো মহাচমক। এই রাজকীয় বিয়ের সাক্ষী যে এর আগে গোটা ভারত থাকেনি, তা নি:সন্দেহে বলা যায়।

গোটা বলিউড ছাড়াও পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হয় বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। নিয়ম-নীতি মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করেন।

আম্বানি পরিবার সেজেছিলো বিয়ের থিমের সাথে মিলিয়ে গোলাপি পোশাকে। অতিথি আপ্যায়ণেও ছিলো বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, লস্যি, মিষ্টি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিলো। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে ছিলেন নীতা আম্বানি।

গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ে নিয়ে প্রস্তুতি চলছিলো। কখনো দেশে কখনো বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।