বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় হনুমানটি।
প্রত্যক্ষদর্শী আর্টিস সাখি জানান, মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে আমার ও সৈয়দ আব্দুর রহমান উভয় বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই হনুমানটি মারা যায়। প্রায় দুই বছর ধরে দু’টি হনুমান একসাথে নড়াইল শহরে বসবাস করে আসছিলো। এরমধ্যে আজ (মঙ্গলবার) একটি হনুমান মারা যায়। আরও ১টি হনুমান আশেপাশেই রয়েছে।
নড়াইল বন বিভাগের ফরেষ্টার এস কে আব্দুর রশীদ হনুমানটি কে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। হনুমানটির মৃত্যু ও সংরক্ষণ সম্পর্কে বন বিভাগ নড়াইলে অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি বনসংরক্ষক অমিতা মন্ডল বলেন,আমি খুলনা বন্যপ্রাণি অধিদপ্তরকে জানিয়েছি। হনুমানটির ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।