সোনারগাঁয়ে সাংবাদিকের বাড়ীতে চুরি, মালামাল লুট
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার দুর্গাপ্রসাদ গ্রামে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন টেলিভিশনের সোনারগাঁও প্রতিনিধি মুহাম্মদ আল আমিনের বাড়ীতে চুরি সংঘঠিত হয়েছে। প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে চোর চক্র। ১৬ জুন (রোববার) রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে।
সাংবাদিক আল আমিনের মা ও স্থানীয়রা বলেন, ঈদের দিন অর্থাৎ, সোমবার (১৭ জুন) সকালে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। চোরেরা রোববার (১৬ জুন) রাতে ঘরের পশ্চিম ও উওর দিকের দুই জানালার কাচঁ ভাংচুর করে। এরপর পাশের টিনের চালা কেটে ভেতরে ঢুকে একটি ল্যাপটপ, একটি ভিডিও ক্যামেরা এবং দু’টি মুঠোফোন, নগদ বিশ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে।
এ বিষয়ে সাংবাদিক আল আমিন বলেন, রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা টিনের চালা কেটে ঘরে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়। এমনকি জরুরী কাগজপত্রও নিয়ে যায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।