সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কিশোরের নাম-মোহাম্মদ তারেক (১৪)। সে শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৬টার দিকে সমিতি পাড়া উপকূলের সৈকত এলাকায় মরদেহটি ভেসে আসে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১৭ জুন) সকালে ৭ বন্ধু মিলে ঈদ উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসে। তারা সমুদ্রপাড়ে ঘোরাঘুরির এক পর্যায়ে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে। এসময় স্রোতে এক কিশোর ভেসে যায়। এ সময় তার সাথে থাকা অন্য বন্ধুরা চিৎকার করলে উপস্থিত লোকজন উদ্ধারের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া উপকূলের সৈকতে একটি মৃতদেহ ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। পরে বিচ কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে মৃত কিশোরের স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেন।