সংবাদ শিরোনাম ::
সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
উত্তম কুমার হাওলাদার ,পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে মৃত ডলফিন। ভেসে অঅসা ডলফিনটি প্রায় ৭ ফুট লম্বা। এর মাথা, পিঠসহ শরীরের অধিকাংশ জায়গার চামড়া উঠে গেছে। ইরাবতী জাতের মৃত এই ডলফিনটির মুখে জাল প্যাচানো রয়েছে।
শনিবার (২৫ মে) সকালে জিরো পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটিকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় মাটি চাপা দেয়া হয়।
এর আগে চলতি মাসের ২ মে সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা এসেছিলো।
ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, জোয়ারের সময় সাগরের ডেউয়ের তোরে তীরে এসে মৃত ডলফিনটি বালিয়ারিতে আটকা পরে।
গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ডলফিনটি দুই-তিন আগে মারা গেছে।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুর্গন্ধ যাতে না ছড়ায়, এজন্য মৃত ডলফিনটি মাটিচাপা দেয়া হয়েছে।