সংবাদ শিরোনাম ::
সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম-রাজু আহমেদ (৩১)। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার ডিগ্রীরচর বালিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে একই এলাকার ইজ্জত শেখের ছেলে।
জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কৃষক রাজু আহমেদ তার বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ দিতে যায়। এসময় বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান ।
ইসলামপুর থানার অফিসর ইনচার্জ সুমন তালুকদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মারা যাওয়ার বিষয়টি আমি শুনে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন ।