সংবাদ শিরোনাম ::
সীমিত পরিসরে চলবে ট্রেন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের (বিআর) সেবা প্রায় ২ সপ্তাহ বন্ধ। তবে বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে চলবে যাত্রীবাহী ট্রেন।
মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন বলেন, কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।
তিনি বলেন, আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। দু’তিন দিন পরে এ নিয়ে সিদ্ধান্ত হবে।
মঙ্গলবার রাজধানীর রেল ভবনে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
এর আগে ২৪ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর বলেছিলেন, যে রেলওয়ে পরদিন থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করবে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে রেলওয়ে সরে আসে।