সিজারের সময় নবজাতক ও প্রসূতির মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মৃত্যুর পর অপচিকিৎসায় প্রসূতিও মারা গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরস্থ হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টক সেন্টারের।
বুধবার (৩ জুলাই) দুপুরে ওই ক্লিনিকে এই ঘটনা ঘটেছে। নিহত নাজমুন নাহার (২৫) বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর চরভুতেরদিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। তিনি ব্রানদিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে।
নিহতের ননদ আসমা বেগম জানান, সরিকল হেলথ কেয়ার ক্লিনিকে তার ভাবির সিজার হয়। সিজারের পর নবজাতকের মৃত্যু হয়। এরপর প্রসূতিকে বরিশাল আরিফ মেমোরিয়ালে পাঠানো হয়। সেখান থেকে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। এরপর শেরই বাংলা মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, হেলথ কেয়ারে বসেই রোগির অবস্থা খারাপ ছিলো। তারা একবার বলেছে তিন ব্যাগ ব্লাড লাগবে। আরেকবার বলেছে পাঁচ ব্যাগ লাগবে। এরপর বলে আপনারা রোগি এখান থেকে নিয়ে যান। এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অনীহা প্রকাশ করেন নিহতের পরিবার।
সিজারকারী ডাঃ মুসলিমা জাহান অসি’র মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।
তবে ক্লিনিকের শুভাকাঙ্ঘী পরিচয় দিয়ে সুমন হোসেন নামের এক ব্যক্তি মুঠোফোনে জানান, ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতিকে ভর্তি করতে চায়নি। তার স্বজনদের অনুরোধে ভর্তির পর সিজার করা হয়েছে। তবে তিনি সংবাদটি প্রচার না করতে অনুরোধ করেন এবং রোগির স্বজনদের ম্যানেজ করার বিষয়টি অস্বীকার করেন।
প্রেমানন্দ ঘরামী
গৌরনদী, বরিশাল
০১৮২৭৪৫৪৫৮৪