সার্ভেয়িং কর্মরতদের বেতন স্কেল উন্নীতের দাবিতে স্মারকলিপি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) প্রধান উপদেষ্টা বরাবরে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের হাতে এ স্মারকলিপি প্রধান করেন রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ।
স্মারকলিপি থেকে জানা গেছে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ারগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ১৯৮৭ সাল থেকে সব ডিপ্লোমার ন্যায় তিন বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-সার্ভে শিক্ষার প্রসার ঘটিয়ে ২০০০ সাল হতে সকল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার ন্যায় একই সাথে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি শিক্ষা চালু রয়েছে। ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষায় মোট ৩৬টি টেকনোলজি বা ট্রেড রয়েছে, যার মধ্যে সার্ভেয়িং অন্যতম। সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেয়া হয়।
১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে সকল মন্ত্রণালয় / বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে ও পদবী উপ-সহকারী প্রকৌশলী করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে অর্থ বিভাগের সম্মতিও রয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ তে চার বৎসর মেয়াদী সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/ সাব-অ্যাসিস্ট্যাস্ট ইঞ্জিনিয়ার/ সমত‚ল্য হিসেবে বলা হয়েছে। কিন্তু বর্তমানে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমানের পদধারীদের অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হচ্ছে না। যা অনভিপ্রেত ও সম্পূর্ন বৈষম্যমূলক।
বেতন বৈষম্য দূরীকরনের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈষম্যদূরীকণের জন্য শিক্ষার্থীরা স্মারকলিপির মাধ্যমে এই আবেদন করেন।