সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে অনুসন্ধানে দু’দক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৮ অক্টোবর) দুদক থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মুজিবুল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
সম্প্রতি সাবেক এমপি মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয় সামাজিকমাধ্যমে। ফেসবুক, এক্স, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হতে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার, সেটি জানা সম্ভব হয়নি।
ধারণা করা হয়, মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে ‘আনন্দময়’ করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেয়া হয় বিছানায়। এসময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন।
মুজিবুল হক চৌদ্দগ্রাম থেকে ৪ বারের এমপি ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।