সাবেক রেলমন্ত্রী জিল্লুলকে ধরিয়ে দিলেই পুরস্কার
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতা। জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের পাঁচ বারের নির্বাচিত এমপি ছিলেন।
চলতি বছরের ৫ জানুয়ারি নির্বাচনের পর তিনি রেলমন্ত্রালয়ের দায়িত্ব পান। ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের বাড়ি রাজবাড়ি শহরে। তিনি ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
বুধবার (২ অক্টোবর) রাতে আশরাফুল ইসলাম ফেসবুক পোস্টে ওই ঘোষণা দেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। ফেসবুকে আশরাফুল ইসলাম লিখেছেন, ‘রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি-মন্ত্রী গ্রেপ্তারের নিউজ চাই না। র্যাব, ডিবি রাজবাড়ীর সাবেক চোর, দুর্নীতিবাজ সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারলে; র্যাব-ডিবিকে দুই লাখ টাকা পুরস্কার দেয়া হবে আমার পক্ষ থেকে।’
ফ্রান্স প্রবাসী সাবেক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম জানান, প্রবাসে থাকলেও তিনি সবসময় সরকারের আমলা, মন্ত্রী, নেতাদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এসব নিয়ে নানা মহলে কথা বলেছি। রাজবাড়ীর সাবেক ডিসি শওকত আলী সাড়ে ছয় হাজার টন জিআরের চাল মেরে খেয়েছিল।