সংবাদ শিরোনাম ::
সাবেক মন্ত্রী গাজী ৬ দিনের রিমাণ্ডে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মুহাম্মদ মোহসেন এই রিমান্ড আদেশ প্রদান করেন।
এর আগে রোববার বিকেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা থেকে দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তার বিরুদ্ধে ভূমিদস্যু, খুনি হাসিনার দালাল বলে স্লোগান দেয়। এ সময় তাকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ উসুক জনতা ডিম ছুঁড়ে মারে।
শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জে রোমান মিয়া নামের ১০ম শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে ২১ আগস্ট মামলা হয়।