সাংস্কৃতিক সংগঠক বাবলু স্মরণে সভা
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ এর সাবেক সভাপতি মরহুম সৈয়দ নূর হোসেন বাবলুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) রাতে পৌর শহরের তাতিপাড়া এলাকায় আমাদের বাজার মার্কেটের দ্বিতীয় তলায় কর্নেটের কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কর্নেট সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যক্ষ শামীম ফেরদৌস টগর। আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহ সভাপতি সারোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ইকবাল, প্রচার সম্পাদক জয় মহন্ত অলক, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল্লাহ বাবু, সুর সপ্তক সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের সংগীত শিক্ষক মোহাম্মদ আবুল হাসিবুর রহমান স্বপন,সংগীত শিল্পী এনামুল হক বাবুসহ অন্যান্যরা।
এ সময় মরহুম সৈয়দ নূর হোসেন বাবলুর বিদেহি আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।