সাংবাদিক আলমগীর অরণ্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০১:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উদীচীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলমগীর অরণ্যের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানবন্ধন হয়েছে। উদীচী যশোরের উদ্যোগে শনিবার (৬ জুলাই)বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খানের নেতৃত্বে মানবন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, আলমগীর অরণ্যকে হত্যার উদ্দেশ্যেই চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করেছিল। এক সপ্তাহ অতিবাহিত হলেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধনে।
মানববন্ধনে উদীচী যশোরের উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, রাজিবুল হাসান টিলন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান, সহ সাধারণ সম্পাদক আসিফ নিপ্পন, আলমগীর কবীর, কবি শাহেদ নেওয়াজ প্রমুখ বক্তব্য দেন।
প্রসঙ্গত, গত ৩০ জুন বিকেলে উপজেলা শহরের কবিরপুর মোড়ে সাংবাদিক আলমগীর অরণ্যের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থানান্তর করেন চিকিৎসক। ওইখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
০৬.০৭.২৪