সাঁথিয়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের অপসারণের দাবীতে লাগাতার আন্দোলনের বৃহস্পতিবার (২২ আগস্ট) ৯ম দিনেও বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকগণ।
দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুইঘন্টা ব্যাপী এ মানববন্ধনে দুপাশ থেকে রোড ব্লক করে দেয় শিক্ষার্থীরা। এতে প্রধান সড়কের দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুভোর্গে পড়ে মানুষ। জনদুর্ভোগে পড়ে সড়কে চলাচলকারী স্থানীয়রা। কেউ এগিয়ে আসেনি। রাস্তা বন্ধ করে ২ ঘন্টা ব্যাপী পাওয়া গেছে।মানববন্ধন করলেও কোন পুলিশ বা উপজেলা প্রশাসনের কারও দেখা পাওয়া যায়নি।
জানা গেছে, প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের অপসারণের দাবীতে গত ১৪ আগস্ট বুধবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং বৃহস্পতিবার থেকে শিক্ষকেরাও তাদের সাথে আন্দোলনে শরীক হন।
অপরদিকে প্রধান শিক্ষকের অপসারণের ১দফা দাবী নিয়ে তারা গত বুধবার ও বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর নানা অভিযোগসহ ৭ টি অনিয়ম উল্লেখ করে স্মারকলিপী প্রদান করে।
অভিযুক্ত প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের কার্যালয়ে গেলে তাঁকে পাওয় যায়নি। মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বুঝিয়ে বলেছি এবং আগামী তিন দিনের সময় চেয়েছি।