সাঁকোতে দাঁড়িয়ে ‘সেতু’ চাইলো খুদে শিক্ষার্থীরা
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়ইতলা নদীতে সেতুর অভাবে দুর্ভোগে পড়তে হয় খুদে শিক্ষার্থীদের। সেই সাথে এলাকার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।
একমাত্র বাঁশের সাঁকোই গ্রামবাসীর পারপারে ভরসা। কৃষি ও মৎস্য পেশায় নিয়োজিতদের পণ্য সরবরাহে বিকল্প পথে যাতায়াত করায় অতিরিক্ত টাকা খরচ হচ্ছে তাদের।
এছাড়া সাঁকোটি পারাপারে শিক্ষার্থীসহ নারী ও বয়স্কদের পড়তে হয় ভোগান্তিতে। তাই বড়ইতলা নদীর উপর সেতুর দাবিতে বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার ডালব্লুগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীসহ প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী, আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর হোসেন, প্রবীণ হোমিও চিকিৎসক মো.আনোয়ার হোসেন গাজী, স্থানীয় বাসিন্দা মো.শামসুল হক ও আবিদ হাসান প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে। এছাড়া দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের কতৃপক্ষের কাছে বড়ইতলা নদীতে একটি সেতু নির্মাণের দাবি জানান তারা।