সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি চুয়াডাঙ্গায়, প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
তাপদাহে পুড়ছে সারাদেশ। এরমধ্যে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে। এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে, তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছেলো ২৭ শতাংশ।
এর আগে, সোমবার (১৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। যা ৪৩ বছরের মধ্যে ওই অঞ্চলে ছিলো সর্বোচ্চ।
এপ্রিলে বেড়েই চলছে তাপপ্রবাহ। চলতি মাসের ১১ তারিখ থেকে দেশজুড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে। যা এ মাসজুড়েই অব্যাহত থাকবে। আবহাওয়ার পূর্বাবাসে এমন তথ্য জানানো হয়েছে। ঈদের ছুটির পর ঢাকা একটু ফাঁকা থাকলেও স্বস্তি নেই কর্মজীবি মানুষের।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, পুরো এপ্রিল মাস জুড়েই দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। কোথাও কোথাও এই তাপমাত্রা ওঠানামা করতে পারে। এই মাসে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার শঙ্কা রয়েছে।