‘সবাই একসাথে কাজ করলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব’
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
ঢাকা-৬ আসনের এমপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, দোষারপের রাজনীতি না করে সবাই মিলে একসাথে কাজ করতে পারলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব। শনিবার (১৮ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে মিট দ্যা প্রেসে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মো. সাঈদ খোকন বলেন, আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢেকে রাখার চেষ্টা না করে একসঙ্গে কাজ করা উচিত। সামনে ডেঙ্গুর যে ভয়াবহতা আসছে তা সবাই মিলে একসঙ্গে মোকাবেলা করতে চাই। আমরা একে অপরকে দোষারোপ না করি। আমাদের দোষারোপের রাজনীতি না করে সবাই মিলে একসাথে কাজ করা উচিত। আমরা একটি সুন্দর, নিরাপদ ঢাকা চাই।
বর্তমান মেয়রকে উদ্দেশ্য করে সাবেক এই মেয়র বলেন, কয়েকদিন আগে বর্তমান কর্তৃপক্ষ বলেছেন, ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিলো। আক্রান্তের সংখ্যাও ৪২ হাজার কম ছিলো। এমন বক্তব্যে আমি কষ্ট পেয়েছি। আমরা গতবছর দেখেছি, ২২ বছরের রেকর্ড ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ লাখের অধিক ছিলো। মৃত্যুর সংখ্যা ছিল ১৭০৫ জন। বর্তমান ডিএসসিসি কর্তৃপক্ষ যে কথা বলেছে তার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কোন মিল ছিলো না।
এ সময় খোকন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে পারলে মাছ-মুরগীর দাম কমে আসবে।