সবচেয়ে লম্বা চুলের তরুণী স্মিতা
- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
সারা বিশ্বে সবচেয়ে লম্বা চুল রেখে নজির গড়েছেন স্মিতা শ্রীবাস্তব। লম্বা চুল থাকার কারণেই নিজেকে বাস্তবের ‘রাপুনজ়েল’ বলে মনে করেন তিনি।
ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা স্মিতা। এখন তার বয়স ৪৬। চুল লম্বা করার শখ হয় কিশোরী বয়স থেকেই।
আশির দশকে হিন্দি ছবির নায়িকাদের চুল বেশ লম্বা থাকতো। শুধু তাই নয়, স্মিতার মা এবং বোনেদের চুলও খুব সুন্দর। সেখান থেকে চুল লম্বা করার সিদ্ধান্ত নেন তিনি।
১৪ বছর বয়স থেকে চুল কাটা বন্ধ করে দেন স্মিতা। তিন দশকেরও বেশি সময় ধরে চুল কাটেননি তিনি। ২০২৩ সালে চুলের দৈর্ঘ্য মাপা হয় স্মিতার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সূত্রে খবর, স্মিতার চুলের দৈর্ঘ্য সাত ফুট ৯ ইঞ্চি।
এক সাক্ষাৎকারে স্মিতা বলেন, আমি আমার চুল ভীষণ ভালবাসি। সাত ফুট ৯ ইঞ্চি লম্বা চুল ধুতে সময় লাগে ৪৫ মিনিট। চুল পরিচর্যায় কৃত্রিম শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করেন না তিনি।
প্রাকৃতিক উপাদানের প্রতি বেশিই আস্থা স্মিতার। তার চুলের যত্নে পেঁয়াজের রস, ডিম এবং অ্যালো ভেরা ব্যবহার করেন।
গোসলের পর ৩ ঘণ্টা হাতে চুল ধরে রাখেন তিনি। চুল শুকোনোর জন্য ৩টি ‘হেয়ার ড্রায়ার’ -এর প্রয়োজন হয়।
চুল শুকিয়ে গেলে জট ছাড়াতে সময় লাগে কমপক্ষে দু’ঘণ্টা। তবে চিরুনি নয়, হাত দিয়েই চুলের জট ছাড়ান তিনি।
চুল আঁচড়ানোর সময় চুল পড়ে গেলেও তা ফেলে দেন না। গত ২০ বছর ধরে নিজের পড়ে যাওয়া চুল একটি বাক্সে জমিয়ে রেখেছেন স্মিতা। তার ইনস্টাগ্রামে দেড় লাখেওে বেশি অনুগামী।