সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজিবির মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত বর্তি এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে (৫৯ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় (২৮ সেপ্টেম্বর ) শনিবার সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন (৫৯ বিজিবি) এর কমান্ডার লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক (রানা) বিজিবির উপ অধিনায়ক মেজর মো: ইমরুল কায়েস, সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ সহ বিজিবির বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়ের সময় তিনি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় পূজা পরিচালনাকারী কমিটিকে বিজিবির পক্ষ থেকে অনুদান প্রদান করেন। অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, এই শুনাম অক্ষুন্ন রাখার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার যার ধর্ম যেন উৎসাহ উদ্দিপনার মাধ্যমে যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অতীতের ন্যায় মাঠে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভয়ভীতি না পেয়ে নিজ এলাকায় সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দৈনন্দিন কাজ পরিচালনা করা, কোন সমস্যার সম্মুখিন হলে তাৎক্ষনিকভাবে বিজিবিকে জানানো, কোনভাবেই গুজব ও উস্কানীমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে (ছবি-ভিডিও) প্ররোচিত না হয়ে সতর্ক থাকা, পরিস্থিতি বিবেচনায় সনাতন ধর্মালম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অধিক টহল তৎপরতা বৃদ্ধি ও যেকোনো জাতি গোষ্ঠির পাশে বিজিবি অত্যন্ত শক্তভাবে পাশে থাকবে বলে জানান তিনি।