সংবাদ শিরোনাম ::
সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, দুর্ভোগে পথচারীরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশিরভাগ সড়কই ফাঁকা। অনেক রাস্তায় পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
শুক্রবার (১২ জুলাই) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। সবচেয়ে বেশি বিপাকে পড়েন পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রার্থীরা। এছাড়া দুর্ভোগে পথচারীরা।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে শুক্রবার (১২ জুলাই) বৃষ্টি আরো বাড়তে পারে।আকাশ মেঘলা থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। শনিবার (১৩ জুলাই) থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।