সংবাদ শিরোনাম ::
ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো. শাহ জালাল, বরিশাল
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
বরিশালের আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের মতলেব ফকির তার স্ত্রী পারুল বেগমকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে চিকিৎকের কাছে গৌরনদী যান। এ সময় তার মেয়ে তাছলিমা বাড়িতে একা ছিল। বিকেলে ওই দম্পত্তি বাড়ি ফিরে তাদের মেয়ে তাছলিমাকে (১৩) বসত ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। তাছলিমা শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্রী ।
খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে । এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।