শ্রীমঙ্গলে নারীসহ দুই মরদেহ উদ্বার
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান ও ডলুছড়া পাহাড়ি এলাকায় আলাদা দু’স্থান থেকে অজ্ঞাতনামা নারীসহ দুইজনের মরদেহ উদ্বার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কালিঘাট চা বাগান এবং দুপুরে ডলুছড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের মরদেহ উদ্বার করে পুলিশ। তার গলায় ধারোলো ছুরির দাগ রয়েছে।নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক।
অপরদিকে, দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে ৩৫ বছর বয়সের এক নারীর মরদের উদ্বার করেছে পুলিশ। তার পরিচয় এখনও শনাক্ত হয়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান,সকালে কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের মরদেহ উদ্বার করা হয়েছে এবং তার গলায় ধারোলো ছুরির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে,এবং দুই মরদেহকে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।