শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণের কাউন্সিলর সিরাজুল আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল হয়ে ভারতে পালানোর সময় প্যারাগন রিসোর্ট থেকে পুলিশ তাকে আটক করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত দুই তারকা হোটেল প্যারাগন থেকে মৌলভীবাজার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, সিরাজুল ইসলাম শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাদের রিসোর্টে ওঠেন। তার সাথে আরও ১০-১২ জন রিসোর্টে আসেন। সবাই একদিনের জন্য ৪-৫টি রুম বুকিং করেন। প্যারাগন হোটেলের ৩১০ নম্বর রুম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকার মুগদা থানায় মামলা রয়েছে। এ ছাড়াও তিনি একাধিক মামলার আসামি। হোটেলে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।
আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ।