যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র্যাবের হাতে আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতোক আসামি রেজাউল ইসলামকে (৫০)আটক করেছে র্যাব-৬। সোমবার ( ৮ জুলাই) রাত সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল ইসলাম যশোর সদরের বড় ভেকুটিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
যশোর র্যাব- ৬য়ের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, যশোরে বহুল আলোচীত মাদক ব্যাবসায়ি দশটি মাদক মামলার আসামি রেজাউল ইসলাম ২০১৭ সালের ফেব্রুয়ারীর ২৮ তারিখে হেরোইনসহ আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়। ওই ঘটনায় যশোর কোতয়ালী থানায় রেজাউলের বিরুদ্ধে মামলা হয়। মামলাটিতে রেজাউল জেল হাজত খেটে আদালত থেকে জামিনে মুক্তি নেয়।
এরপর থেকে সে আত্মগোপনে চলে যেয়ে পলাতোক থেকে যায়। আদালতে কোন দিন হাজিরা দেয়নি। চলতি বছরে ৭ জুলাই যশোরের একটি আদালত রেজাউলকে যাবজ্জীবন সস্রম কারাদণ্ডের আদেশ দেন।
তিনি বলেন, র্যাবের ছায়া দল ( গোয়েন্দা) তর্থের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়েছেন।