‘শেখ মুজিবের মেয়ে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসে না’
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ মুজিবের মেয়ে কখনো দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসে না। ২০০১ সালে গ্যাস বিক্রিতে বাধ সাধায় সরকার গঠন করতে পারিনি। ওই সময় অনেক ভোট পেয়েছিলাম, তবে প্রয়োজনীয় সিট পাইনি।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়াপ্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, পদ্ম সেতু নির্মাণ করতে গিয়ে অনেক ঝড় মোকাবিলা করতে হয়েছে। দেশের জনগণের টাকায় নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুতে সড়কপথ চালু হয়। এরপর ২০২৩ সালের ১০ অক্টোবর চালু হয় পদ্মা সেতু প্রকল্পের রেলপথ। তারপর বাকি ছিলো নদীশাসনসহ কারিগরি কিছু কাজ। এবার প্রকল্পের সেসব কাজ শেষ।
চলতি বছরের ৩০ জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর থেকে গত ২৫ জুন পর্যন্ত দুই বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার ৬৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩০ টাকা।