সংবাদ শিরোনাম ::
শিবির নেতা হত্যায় আসামি রাসিকের সাবেক মেয়র লিটন
রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবির নেতা রায়হান আলী (২৭) হত্যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ এক হাজার ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত রায়হান আলীর ভাই রানা ইসলাম।
বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, মামলায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে এক হাজার ২০০ জনকে। মামলায় আটজন কাউন্সিলরকেও আসামী করা হয়েছে।