সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় লুসি বেগম (৭০)এক ভারসাম্যহীন বৃদ্ধার মৃতু হয়েছে। নিহত লুসি বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে ঝিলিক পাড়া পাকা রাস্তার উপর।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে লুসি বেগম(৭০) রাস্তার উপর দিয়ে হাঁটাহাঁটি করার সময় পিছন দিকে কোন একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেও তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক যানবাহনটির কোন হদিস পাওয়া যায়নি।