ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা বিএনপির’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে

ওবায়দুল কাদের -পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাইবার সন্ত্রাসীরা বিদেশি গণমাধ্যমে ভুল তথ্য ও ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সুপরিকল্পিতভাবে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রোরেল, বিটিভিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে।

সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে বিএনপি। ক্ষমতা দখল করতে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি এখন দলে কৌশল। যেকোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে।

ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ সসব সন্ত্রাসী ঘটনার মদদদাতা, অর্থের জোগান দাতাদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়াও চলমান। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ইতিহাসের ন্যক্কারজনক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা বিএনপির’

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাইবার সন্ত্রাসীরা বিদেশি গণমাধ্যমে ভুল তথ্য ও ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সুপরিকল্পিতভাবে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রোরেল, বিটিভিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে।

সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে বিএনপি। ক্ষমতা দখল করতে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি এখন দলে কৌশল। যেকোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে।

ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ সসব সন্ত্রাসী ঘটনার মদদদাতা, অর্থের জোগান দাতাদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়াও চলমান। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ইতিহাসের ন্যক্কারজনক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।