সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ
ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল ৯ টা থেকে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
এরপর দুপুর ১টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ হয়। আন্দোলনে আসা শিক্ষার্থীরা বলেন, কয়েকদিনে সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।