সংবাদ শিরোনাম ::
শিক্ষক নেতাদের সাথে বসবেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের আন্দোলনে অনর শিক্ষকরা। তৃতীয় দিনের মতো বুধবার (৩ জুলাই) আন্দোলন চলমান রয়েছে। এর ফলে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসতে পারেন।
জানা গেছে, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে দেশের আরও ৩৪টি সরকারি বিশ্ববিদ্যালয় একযোগে এই আন্দোলন চালিয়ে আসছে ।
বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী বেলা ১০টা থেকে এই আন্দোলনে যোগ দেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা।