বললেন ধর্ম উপদেষ্টা
শাসন করতে নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. প্রফেসর আ ফ ম খালিদ হোসেন বলেছেন,আমরা শাসন করতে আসিনি। জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। সুতরাং এই সরকার ব্যর্থ হলে দেশে আবারও দূর্যোগ নেমে আসবে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, দেশে ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। এ সংস্থার কাজ শেষ করেই রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ একটি নির্বাচন আমরা উপহার দেব। যে নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল অংশগ্রহণের মধ্যদিয়ে দেশের মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে বেচে নিতে পারবেন।
সমস্ত শহীদের রক্তের উপর দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি মন্তব্য করে আ ফ ম খালিদ হোসেন বলেন, ছাত্র-জনতা গণঅভ্যূত্থানে যারা খুন হয়েছেন তাদের বিচার চাই। খুন হওয়া, গুম হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অমার্জনীয় অপরাধ।
এসময় তিনি পর্যটন নগরী কক্সবাজারের সামগ্রিক সমস্যা নিয়ে কাজ করারও প্রতিশ্রুতি দেন।
কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার,প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সাবজার- জেইউসি’র সভাপতি জি এ এম আশেক উল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,জেলা নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আবদুল খালেক নিজামী, শিক্ষাবিদ শফিকুল হক,প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক কালের কন্ঠের কক্সবাজার ব্যুরো প্রধান আনছার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাশদিদ উর রেজা প্রমুখ।