সংবাদ শিরোনাম ::
শাবান মাহমুদের চুক্তি বাতিল
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার পদ থেকে শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শাবান মাহমুদের সাথে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
উল্লেখ্য, শাবান মাহমুদকে ২০২০ সালের ১৬ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। তার চাকরির মেয়াদ আরো ২ বছর বৃদ্ধি করে ২০২২ সালের ২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।