শরণখোলায় দুর্গা পুজা ঘিরে ব্যাপক নিরাপত্তা
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
শরণখোলায় সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব পালনের প্রস্ততি এখন সম্পন্ন হয়েছে। মন্ডপে মন্ডপে প্রতিমায় রং তুলির কাজ প্রায় শেষ। পুজারীদের নিরাপত্তায় উপজেলা প্রশাসন ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এ বছর শরণখোলার চারটি ইউনিয়নে ২০টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধানসাগর ইউনিয়নে ৭টি, খোন্তাকাটা ইউনিয়নে ২টি,রায়েন্দা ইউনিয়নে ৬টি এবং সাউথখালী ইউনিয়নে ৫টি দুর্গা মন্ডপে দূর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। দূর্গা উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। বাজারে দোকানে দোকানে নতুন কাপড় কেনা বেচা বেড়েছে বলে রায়েন্দা বাজারের এক দোকানী জানালেন।
শরণখোলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস জানান,আগামী ৯ অক্টোবর থেকে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। উপজেলার ২০টি মন্ডপে নির্বিঘেœ পুজার সকল প্রস্ততি শেষ হয়েছে কোন ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে বাবুল দাস জানিয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ কামরুজ্জামান বলেন, প্রতিটি মন্ডপে সার্বক্ষনিক পুলিশ পাহারা এবং উপজেলার সর্বত্র পুলিশী টহল কার্যক্রম চলমান থাকবে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সোমবার উপজেলার কয়েকটি দূর্গা মন্ডপ পরিদর্শণ করে এসে সাংবাদিকদের বলেন,শরণখোলায় দূর্গা পুজার প্রস্ততি সন্তোষজনক। শান্তিপূর্ণভাবে দূর্গা উৎসব পালনে উপজেলা প্রশাসন ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মন্ডপে সরকার থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে ইউএনও জানিয়েছেন।