শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ওহিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
শরণখোলায় সোমবার দিনব্যপী শায়খ শোয়াইব আল আজহারী হোলি কুরআন অ্যাওয়ার্ড ও ১ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) সকালে রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে হিফজুল কুরআন প্রতিযোগীতা শুরু হয়। মিশরের শায়খ শোয়াইব আল আজহারী ফাউন্ডেশন আয়োজিত উক্ত কুরআন প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল আনোয়ারী। দিনব্যপী অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগীতায় প্রধান বিচারক ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মিশরীয় ক্বারী শায়খ শোয়াইব আল আজহারী। অন্যান্য বিচারকদের মধ্যে ছিলেন, জাপানের ইশিগে মসজিদের ইমাম ও খতিব আন্তর্জাতিক ক্বারী হাসান মুহিব্বুল্লাহ আল আজহারী, খুলনা বিশ^বিদ্যালয়ের পেশ ইমাম ও বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের নিয়মিত ক্বারী হাফেজ মাওলানা ক্বারী মুস্তাকিমবিল্লাহ। শরণখোলা উপজেলার ৪৩টি মাদ্রাসার ১১৬ জন কুরআনের হাফেজ প্রতিযোগী উক্ত কুরআন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। বিজয়ী প্রতিযোগীদেরকে আর্থিক পুরস্কার, ক্রেষ্ট ও সনদপত্র দেওয়া হয়।