শনিরআখড়ায় আন্দোলন: সড়ক দখলে অজ্ঞাত পরিচয়ধারীদের
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
কোটা সংস্কার দাবির আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়রাজধানীর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকা। এক পর্যয়ে বিক্ষুব্ধরা মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেয়। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে যান চলাচল স্বাভাবিক হয়নি। তবে সড়কে শিক্ষার্থীদের দেখা যায়নি। সড়ক দখল করে অবস্থান নিয়েছে অজ্ঞাত পরিচয়ধারীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সরেজমিনে শনিরআখাড়া এলাকায় দেখা যায়, সড়কে অবস্থানকারীদের হাতে রয়েছে লাঠিসোঁটা। এ সময় তাদের বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়। কোনো যানবাহন সড়কে চলার চেষ্টা করলে চালককে মারধর ও যানবাহন ভাঙচুর করার চেষ্টাও করা হয়। তবে সড়কে শিক্ষার্থীদের দেখা যায়নি।
জানা যায়, বুধবার (১৭ জুলাই) রাত সোয়া ৩টার দিকে পুলিশ-র্যাব-বিজিবির যৌথ টহলের পর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকায় যান চলাচল শুরু হয়। পরে সড়ক আবার দখলে নেয় আন্দোলনকারীরা।
বুধবার বেলা ১১টা থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং পুলিশ সেখানে আক্রমণ করলেই সংঘর্ষ বাধে।
এদিকে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবে।