শনিবার থেকে বন্ধ কোচিং সেন্টার
- সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুন (রোববার) থেকে শুরু হবে। এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এবছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/ আলিম/ এইচএসসি (বিএম/বিএমটি)/ এইচএসসি(ভোকেশনাল)/ ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন। আর ছাত্রীর সংখা ৭ লাখ ৫০৯ জন। মোট পরীক্ষা কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।
চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১। এরমধ্যে ছাত্রের সংখা ৫ লাখ ৩৩ হাজার ৬৮০। আর ছাত্রীর সংখা ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন। মোট পরীক্ষা কেন্দ্র এক হাজার ৫৬৬ টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৪ হাজার ৮৭০টি। এবার আলিম পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ৭৬ জন। এরমধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন। আর ছাত্রী সংখা ৪০ হাজার ৪৮৪ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৪৫২ টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৫ টি।
এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল) /ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৯ জন। আর ছাত্রীর সংখ্যা ৬৫ হাজার ৪২৪ জন। পরীক্ষা কেন্দ্র ৭০৭ টি। শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৯০৮ টি। ২০২৪ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। প্রতিষ্ঠান বেড়েছে ২৯৪ টি, মোট কেন্দ্র বেড়েছে ৬৭ টি।