আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৩
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। সোমবার (১০ জুন) ভোরে রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- মো. ইলিয়াছ (৩১),মো. ইছহাক (৫৪) ও ফিরোজ খান (১৮)। আহতরা হলো- আব্দুল হক (৩২),আব্দুস শুক্কুর (৫৫) ও আব্দুল মোনাফ (৬০)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, রোববার (১০ জুন) ভোরে রোহিঙ্গা মো. ইলিয়াছকে সন্ত্রাসী সংগঠন আরএসওর সদস্যরা প্রথমে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ে ও তলপেটে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পর আরেক সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা ঘটনাস্থলে এসে আরএসওর সমর্থক মো. ইছহাক, ফিরোজ খান, আব্দুল হক, আব্দুস শুক্কুর ও আব্দুল মোনাফকে গুলি করে। আহতদের চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ইছহাক ও ফিরোজ খানকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।