লাল দিঘিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
যশোর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে যশোর শহরের প্রাণকেন্দ্রে লাল দিঘিতে শুরু হয় এই প্রতিমা বিসর্জন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা পূজা উপযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, জেলার পুলিশ সুপার জিয়াউর উদ্দিন আহম্মেদ,যশোর সেনা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মীর মোস্তফা কামাল, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, যশোর জেলার জামাতে ইসলামীর আমির গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সংবাদপত্র পরিষদের সভাপতি ইকরাম -উদ- দ্দৌলাসহ যশোরের বিশিষ্ট যনেরা উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দীপঙ্কর দাস রতন বলেন, এবার যশোর জেলায় ৬৫৬টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪৯টি মন্দিরের প্রতিমা যশোর শহরের লালদীঘিতে নিরঞ্জন করা হলো। জেলার বাকি মন্দিরের প্রতিমাগুল নিজ নিজ এলাকায় নিরঞ্জন করা হয়েছে।