লাইসেন্স না থাকায় গুড়িয়ে দেয়া হলো ইটভাটা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অবৈধভাবে স্থাপনা হওয়া তিনটি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কলয়াদিয়াড় এলাকায় পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেসার্স স্মার্ট ব্রিফস, মেসার্স সনি ব্রিফস-১ ও মেসার্স সনি ব্রিফস-২ নামে এই তিনটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে ইটভাটার মালিকপক্ষ কোনো লাইসেন্স দেখাতে না পারায় এবং পরিবেশের উপর ক্ষতিসাধিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, আম বাগান, ফসলি জমিতে গজিয়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ইট ভাটা পর্যায়ক্রমে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, যে তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে তার মধ্যে মেসার্স স্মার্ট ব্রিফস, মেসার্স সনি ব্রিফস-১ ও মেসার্স সনি ব্রিফস-২। তারা কেউ কোন কাগজপত্র দেখাতে পারেনি। এই অভিযানে সহযোগিতা করেন পুলিশ, আর্মড পুলিশ ও বিজিবি’র কয়েকটি টিম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তররের সহকারী পরিচালক মোহাম্মদ ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান। এর ধারাবাহিকতায় উপজেলায় তিনটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ু দূষণ করে আসছিল এই ইটভাটাগুলো।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। এসময় উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আফতাবুজ্জামান আল-ইমরানকে এসব অবৈধ ইটভাটা বন্ধে স্মারকলিপি প্রদান করেন তারা।