ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লাইনচ্যুত ট্রেনের বগি, দুর্ভোগে ৭০০ যাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী কমিউটার ট্রেনের একটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ৭শ যাত্রী। রবিবার (২০ অক্টোবর ) সন্ধ্যা ৭ টা ২২ মিনিটের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে সিগন্যাল ল্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। এই স্টেশন তিনটি লাইন থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।

জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ট্রেন ছাড়ার সংকেত দেওয়ার আগেই সন্ধ্যা ৭টা ২০ ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক ট্রেন ছেড়ে দেন। এতে স্টেশন থেকে কিছুদূর যেতেই সংকেত ল্যাম্পের সামনে ট্রেনের ইঞ্জিন ও পাশের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। এছাড়া দুই নাম্বার লাইন দিয়ে অন্যান্য ট্রেন ধীর গতিতে চলাচল করবে। এদিকে রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক পলাতক রয়েছে।

ট্রেনের যাত্রী হাওয়া মর্জিনা বলেন, ঢাকার টুঙ্গী থেকে মুলাডুলি যাওয়ার জন্য ট্রেনে উঠি। জামতৈল স্টেশনে আসলে হঠাৎ ট্রেনের বিকট শব্দ হয়। পরে শুনি ট্রেন পড়ে গেছে। এখন রাতে কিভাবে বাড়ি যাবো এটা নিয়ে চিন্তার মধ্যে আছি।

আরেক যাত্রী বলেন, ট্রেন লাইনচ্যুত যাওয়ায় আমি অসহায় হয়ে গেছি। এতো রাতে পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে চাটমোহর ফিরবে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাইনচ্যুত ট্রেনের বগি, দুর্ভোগে ৭০০ যাত্রী

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী কমিউটার ট্রেনের একটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ৭শ যাত্রী। রবিবার (২০ অক্টোবর ) সন্ধ্যা ৭ টা ২২ মিনিটের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে সিগন্যাল ল্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। এই স্টেশন তিনটি লাইন থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।

জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ট্রেন ছাড়ার সংকেত দেওয়ার আগেই সন্ধ্যা ৭টা ২০ ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক ট্রেন ছেড়ে দেন। এতে স্টেশন থেকে কিছুদূর যেতেই সংকেত ল্যাম্পের সামনে ট্রেনের ইঞ্জিন ও পাশের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। এছাড়া দুই নাম্বার লাইন দিয়ে অন্যান্য ট্রেন ধীর গতিতে চলাচল করবে। এদিকে রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক পলাতক রয়েছে।

ট্রেনের যাত্রী হাওয়া মর্জিনা বলেন, ঢাকার টুঙ্গী থেকে মুলাডুলি যাওয়ার জন্য ট্রেনে উঠি। জামতৈল স্টেশনে আসলে হঠাৎ ট্রেনের বিকট শব্দ হয়। পরে শুনি ট্রেন পড়ে গেছে। এখন রাতে কিভাবে বাড়ি যাবো এটা নিয়ে চিন্তার মধ্যে আছি।

আরেক যাত্রী বলেন, ট্রেন লাইনচ্যুত যাওয়ায় আমি অসহায় হয়ে গেছি। এতো রাতে পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে চাটমোহর ফিরবে?