র্যাবের অভিযানে চার’শ বোতল ফেনসিলসহ একজন আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
যশোরে র্যাব -৬ অভিযান চালিয়ে চার”শ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মো. মাসুম হোসেন(৩১) নামে চিহ্নত মাদক ব্যাবসায়িকে আটক করেছে।
শনিবার (১৩ জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে যশোর বেনাপো পুটখালি পশ্চিম পাড়া মাসুমের বসত ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় সাজানো অবস্থায় ফেনসিডিল গুলি উদ্ধার করা হয়। আটক মাসুম হোসেন পুটখালি পশ্চিম পাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
যশোর র্যাব- ৬ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, র্্যাবের কাছে গোপন খবর ছিল মাদকের ( ফেনসিডিল) একটি বড় চালন মজুদ করা হয়েছে ষা দেশের বিভিন্ন যায়গায় পাচার করে ছড়িয়ে দেওয়া হবে। র্যাবের গোয়েন্দা তর্থের ভিত্তিতে শনিবার সকাল সোয়া ১০ টার দিকে একটি আভিযনিক টিম অভিযান পরিচালনা করে সুমন হোসেনকে আটক করে। এবং সুমনের দেখানো বিশেষে৷ কায়দায় সাজানো অবস্থায় তার ঘরের সয়ন কক্ষের নিচে থেকে চারশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় বেনাপোল পোর্ট থানার নিয়মিত মামলা হয়েছে।