রোহিঙ্গা ভোটারের তালিকা চাইলেন হাইকোর্ট
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশে কতোজন রোহিঙ্গাকে ভোটার আছে তা তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ জুন) বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আগামী ৮ আগস্টের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, রেজিস্ট্রার জেনারেলকে নিবন্ধন প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এর আগে ১০ জুন (সোমবার) সারাদেশে কতো রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তা তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে পুরো কক্সবাজারে কতো রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চান হাইকোর্ট। কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের এই তালিকা আদালতে দাখিল করতে বলা হয়। একইসাথে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩৮ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় ১০ জুন সম্পূরক আবেদনটি করা হয়।