‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে ভারত’
- সংবাদ প্রকাশের সময় : ০২:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে রয়েছে ভারত। বুধবার (২৪ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমিন্ত্রী বলেন, ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে। তারা সব সময় রোহিঙ্গা ইস্যুতে সাপোর্ট করছে। ভবিষ্যতেও সাপোর্ট অব্যাহত রাখবে।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবসনের কাজ তো কূটনৈতিকভাবে চলছে। তারা বাংলাদেশের অবস্থানের ব্যাপারে জানে। এ ব্যাপারে তারা সবসময় বাংলাদেশের সঙ্গে আছে। বাংলাদেশ ও ভারতের একই রকমের প্রকৃতি, ভৌগোলিক অবস্থাও একই। ভবিষ্যতে সমস্যা মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো। পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবো। সে বিষয়ে আমরা একমত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে নিরাপদ ও দুর্যোগ মুক্ত রাখতে একসঙ্গে কাজ করবো।