রিকশা হারিয়ে দিশেহারা মনিরুল
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
দীর্ঘ আট বছর অটোরিকশা চালিয়ে পড়াশোনা করা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) শিক্ষার্থী মনিরুল ইসলামের (২৪) রিকশা চুরি করেছে একটি চোরচক্র। ১৫ আগস্ট প্রেসক্লাব যশোর সংলগ্ন আখতার ফার্নিচার ভবনের সামনে থেকে তার ভাড়ায় চালিত রিকশাটি চুরি হয়ে যায়। রিকশাচালক মনিরুল এমএম কলেজের অনার্স ভূগোল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
মা-বাবা হারা এই শিক্ষার্থী পড়াশোনার খরচ চালানো এবং জীবিকা নির্বাহের একমাত্র বাহন রিকশাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। থানা-পুলিশ থেকে শুরু করে ঘুরছেন দ্বারে দ্বারে, মিলছে না কোন চুরি যাওয়া রিকশা উদ্ধারের আশ্বাস।
রিকশাচালক মনিরুল ঢাকা পোস্টকে জানান, গত ১৫ই আগস্ট বিকেল ৩টার দিকে যশোর শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে থেকে অনুমান ৪০ বছর বয়সী এক যাত্রীকে নিয়ে তিনি শহরের চুয়াডাঙ্গা বাস্ট্যান্ড মাছ বাজারে যান। এরপর সেখান থেকে পুনরায় ওই যাত্রীকে নিয়ে প্রেসক্লাব যশোরের পাশের ভবন আখতার ফার্নিচারের নিচে আসেন।
সেখানে এসে অজ্ঞাত ওই যাত্রী রিকশাচালক মনিরুলকে বলেন, ‘উপরে হাজি সুমনের চেয়ার রয়েছে ওটি নামিয়ে নিয়ে আসো, আমার পায়ে সমস্যা আমি নামতে পারছি না’। এরপর মনিরুল আখতার ফার্নিচারে দোতলার ভবনে গিয়ে হাজি সুমনের নামে কোন চেয়ার পান না। না পেয়ে রিকশাচালক মনিরুল নিচে নেমে এসে দেখেন ওই ভবনের সামনে মুজিব সড়কের পাশে রাখা তার রিকশাটি নেই এবং সেই যাত্রীও নেই।’
রিকশাচালক মনিরুল বলেন,আমি এখন নিরুপায়, রিকশাটি ভাড়ার রিকশা। রিকশা মালিক আমার কাছ থেকে স্টাম্প করে নিয়েছিল। এখন তিনি তার ক্ষতিপূরন হিসেবে আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করছেন। আমার বাবা -মা চার বছর আগে নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগটি কসবা পুলিশ ফাড়িকে দিয়েছি। ফাড়ি পুলিশ চোর চক্রের সন্ধান বের করার কাজ করছে।
কসবা ফাঁড়ির( আইসি) পুলিশ পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালাচোনা করে মনিরুলের চুরি যাওয়া রিকশা উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।