ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাসেলস ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন দেশের সব হাসপাতালে রাসেলস ভাইপারের এন্টিভেনম পর্যাপ্ত পরিমাণ মজুদ রাখা এবং কোন অবস্থাতেই এন্টিভেনমের স্টক খালি না থাকার নির্দেশ দিয়েছেন। শনিবার (২২ জুন) দেশের সব স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

অনলাইন প্লাটফর্ম জুমে সারা দেশের সিভিল সার্জন,বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সঙ্গে সাপের দংশন ও রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন।

এ সশয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাসেলস ভাইপার নিয়ে জনগণকে আতঙ্কিত না হতে বলেন। রাসেলস ভাইপারের যে এন্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ রয়েছে।

বৈঠকে মন্ত্রী এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচারনার উপর জোর দেন। তিনি আরও বলেন, সাপের দংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী সভায় সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার এমপিদের সাথে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন। বৈঠকে স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. রুবেদ আমিন সহ স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ ব্যক্তি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাসেলস ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন দেশের সব হাসপাতালে রাসেলস ভাইপারের এন্টিভেনম পর্যাপ্ত পরিমাণ মজুদ রাখা এবং কোন অবস্থাতেই এন্টিভেনমের স্টক খালি না থাকার নির্দেশ দিয়েছেন। শনিবার (২২ জুন) দেশের সব স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

অনলাইন প্লাটফর্ম জুমে সারা দেশের সিভিল সার্জন,বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সঙ্গে সাপের দংশন ও রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন।

এ সশয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাসেলস ভাইপার নিয়ে জনগণকে আতঙ্কিত না হতে বলেন। রাসেলস ভাইপারের যে এন্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ রয়েছে।

বৈঠকে মন্ত্রী এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচারনার উপর জোর দেন। তিনি আরও বলেন, সাপের দংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী সভায় সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার এমপিদের সাথে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন। বৈঠকে স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. রুবেদ আমিন সহ স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ ব্যক্তি উপস্থিত ছিলেন।