রাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. অনিক আহমেদের ওপর হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মো. অনিক আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। পরে ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে নিজ এলাকা সিরাজগঞ্জে আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। ২৫ জুলাই তার নিজ এলাকা বেলকুচি উপজেলার স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে তার ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া যায়।
উল্লেখ্য, বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল মানবাধিকার সংগঠন ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’ মানববন্ধন করেন। এতে অনিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আল্টিমেটাম জানানো হয়।