রাবি শাখা ছাত্রলীগ সভাপতির রুম থেকে দু’টি পিস্তল উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ রহমান বাবুর রুম থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশিয় পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কিছু দেশিয় অস্ত্র-রামদা উদ্ধার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় বিদেশি মদের বোতলও পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টায় দ্বিতীয় দফায় বঙ্গবন্ধু হলে ভাংচুরকালে এসব অস্ত্র পাওয়া যায়। ওই সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ২০টি কক্ষে ভাঙচুর চালানো হয়।
এর আগে বিকাল ৩টায় বিনোদনপুর বাজার থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু হলে এসে মোটরসাইকেলে আগুন দেন বিক্ষুব্ধরা।
এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলন রাবির সমন্বয় আম্মার বলেন, বঙ্গবন্ধু হলের রাবি শাখা ছাত্রলীগের সভাপতির রুমে থেকে পিস্তল ও সাধারণ সম্পাদকের রুম থেকে দেশিয় অস্ত পাওয়া গেছে।
রাবি প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হককে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।