রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রাব্বানী, সম্পাদক টিপু
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দু’টি প্যানেল অংশগ্রহন করে। নির্বাচনে গোলাম রাব্বানী ৭৮ ভোট পেয়ে সভাপতি, টিপু সুলতান ৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া খালেদ হোসেন ৯৬ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্ভাচিত হয়েছেন।
অপরদিকে, প্রতিদ্বন্ধী সভাপতি প্রার্থী আল-মামুন সুলতান মন্টু পেয়েছেন ৪৩ ভোট, সাধারণ সম্পাদক পদে রজব আলী পেয়েছেন ৪৭ ভোট এবং সাংগঠনিক পদে শহিদুল ইসলাম লাল্টু পেয়েছেন ২৬ ভোট।
বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার শাহ্ মো: রাজিব চৌধুরী বলেন, শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে জুম্মার নামাজের বিরতী বাদে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১২৮টি ভোটের মধ্যে ১২৫টি ভোট কাস্ট হয়েছে।
বিনা প্রতিদ্বন্ধিতায় সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফিক, সহ-সাধারণ সম্পাদক শেখ আলমগীর, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান সেলিম, দপ্তর ও প্রচার সম্পাদক আশরাফুল আলম, সদস্য কাজী সুমন, বুলবুল আহমেদ ও উজ্জল হোসেন বিনা নির্বাচিত হয়েছেন।