সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত
সোহরাব হোসনে সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত পবিত্র ঈদ-উল-আযহার জামাতে ইমামতি করেন নগরীর হেতেমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি ওমর ফারুক।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন সকাল ৭ টায় মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মাদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। এরপর ঈদের জামাত শেষে আগত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র।
অন্যদিকে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি নগরীর শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে জামাতে অংশগ্রহণ করেন ।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।